জাতীয়

আগামী ৫ দিনে বৃষ্টিপাত বাড়তে পারে, সতর্কতা আবহাওয়া অফিসের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিন দেশে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এতে কিছু এলাকায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে, যদিও তাপমাত্রা কিছুটা কমে তীব্র গরম থেকে স্বস্তি মিলতে পারে।

বৃষ্টির পূর্বাভাস: কোন কোন বিভাগে বেশি?
পূর্বাভাসে বলা হয়েছে, আজ (১৭ জুলাই) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও বরিশালের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে।

এছাড়া, ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকবে। অন্য বিভাগগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ কিছু অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। যদিও সার্বিকভাবে তাপমাত্রা খুব একটা পরিবর্তন নাও ঘটতে পারে, তবুও আবহাওয়া থাকবে অপেক্ষাকৃত স্বস্তিদায়ক।

বর্তমানে একটি সুস্পষ্ট লঘুচাপ ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি এখন দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে সারাদেশেই মৌসুমী বায়ুর প্রভাব বজায় রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, টানা বৃষ্টির ফলে শহরাঞ্চলে জলাবদ্ধতা এবং নদী অববাহিকায় পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই জনগণকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন