পশ্চিমবঙ্গ

বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ বলে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৭ জুলাই, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তারের ঘটনার প্রতিবাদে বুধবার কলকাতার রাজপথে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল কংগ্রেস।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় অংশ নেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক।

নিউজ ১৮-এর প্রতিবেদনে বলা হয়, প্রবল বৃষ্টি উপেক্ষা করেও রাজপথে নেমে প্রতিবাদে অংশ নেন দলের শীর্ষ নেতারা, যাদের মধ্যে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিক্ষোভে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, "বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে! এটা কি দেশের রাজনীতি?" তিনি আরও অভিযোগ করেন, বিজেপি ভাষা ও পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।

তৃণমূলের দাবি, শুধু আসাম বা দিল্লি নয়— রাজস্থান, ওড়িশা, এমনকি অন্যান্য রাজ্যেও বাংলা ভাষাভাষী বহু মানুষকে ‘বাংলাদেশি’ বলে গ্রেপ্তার করা হয়েছে, এমনকি অনেককে সীমান্তে পুশব্যাকও করা হয়েছে।


২১ জুলাই শহীদ দিবসের প্রাক্কালে এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। ভাষা, নাগরিক অধিকার ও পরিচয়ের প্রশ্নে রাজ্য সরকার যে স্পষ্ট অবস্থান নিচ্ছে—এটি তারই ইঙ্গিত বলে মনে করছেন তারা।

১৯০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন