চাঁদাবাজ আর মুজিববাদের নতুন পাহারাদার বিএনপি: নাহিদ ইসলাম

সোমবার, ১৪ জুলাই, ২০২৫ ১:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে মুজিববাদ বিভাজন সৃষ্টি করেছে। এই মুজিববাদী সংবিধান, যা ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত, দেশের অগ্রগতি বাধা হয়ে দাঁড়িয়েছে।
তবে এখন বিএনপি সেই একই সংবিধানকে ধরে রাখতে চাইছে। তারা এখন চাঁদাবাজদের দল ও মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। অর্থাৎ, বিএনপি এখন চাঁদাবাজদের সংগঠন ও মুজিববাদের নতুন রক্ষক—এমনটাই বলছেন তিনি। আপনাদেরকে এ পাহারাদারদের প্রতিরোধ করতে হবে।’
পটুয়াখালীর শহীদ হৃদয় তরুয়া চত্বরে আজ সোমবার সকাল সাড়ে ১১টায় এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা ঐক্য চাই, বিভাজন চাই না। কিন্তু যদি জনগণের বিরুদ্ধে বা ৭৫ সালের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে, তাহলে তাদের সঙ্গে আমাদের একতা সম্ভব নয়।’
তিনি জোর দিয়ে বলেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন, আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে। ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হবে। জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ, আপনাদের পাশে থাকবে। শেখ হাসিনার সরকার যেমন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে গেছে, অভ্যুত্থানের সময়ও ঠিক তেমনই এখনো চালিয়ে যাচ্ছে। বিভাজন সৃষ্টি করে আমাদের দুর্বল করতে চাচ্ছে।’
নাহিদ আরও বলেন, ‘আমরা বলেছিলাম, শত্রু দেশের ভিতরে নয়, বাইরে রয়েছে। সেই বাহিরের শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কিন্তু বারবার দেশের ভেতরেই বিভাজন তৈরি করে আমাদের দুর্বল করার ষড়যন্ত্র চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নানা মিথ্যা খবর ছড়িয়ে আমাদের নেতৃবৃন্দকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। যখন আমরা পদযাত্রা করি, মানুষ স্রোতের মতো আমাদের সঙ্গে যোগ দেয়, তখনই আবার ষড়যন্ত্র শুরু হয়। এই ষড়যন্ত্রের মোকাবেলায় জনসমর্থনই আমাদের সবচেয়ে বড় অস্ত্র।’
সমাবেশে বক্তব্য রাখেন- দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, নাহিদা সরোয়ার নিভা, মুজাহিদুল ইসলাম শাহিন, জহিরুল ইসলাম মুছাসহ অন্যরা।
এর আগে সার্কিট হাউজ থেকে পদযাত্রা শুরু করে নিউমার্কেট, সদর রোড, নতুন বাজার, লঞ্চঘাট, পুরান বাজার, মুকুল সিনেমা হল, বনানী ও পৌরসভা কাজীপাড়া হয়ে হৃদয় তরুয়া চত্বরে এসে শেষ হয়। সমাবেশের পর শহীদ হৃদয় তরুয়া পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন নেতারা।
১১৬ বার পড়া হয়েছে