অনুর্ধ্ব জাতীয় ফুটবল লীগ: খাগড়াছড়িতে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে 'মিট দ্য প্রেস'

রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে অনুর্ধ্ব জাতীয় ফুটবল লীগে অংশগ্রহণের লক্ষ্যে খাগড়াছড়ি জেলা দলের গঠন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মিট দ্য প্রেস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় খাগড়াছি জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব হারুন আর রশিদ, সদস্য নজরুল ইসলাম, শাহরিয়ার ইউনুস, রূপায়ন ত্রিপুরা, কোচ জ্যোতিষ বসু ত্রিপুরা, মাদল বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তারা।
মিট দ্য প্রেস-এ অনুর্ধ্ব-১৭ ফুটবল দলের বাছাই প্রক্রিয়া, অংশগ্রহণের প্রস্তুতি এবং বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা জানান, খেলোয়াড় বাছাইয়ের সময় কিছু চ্যালেঞ্জের মুখে পড়লেও প্রতিভাবান তরুণদের সামনে এনে একটি শক্তিশালী দল গঠনের প্রচেষ্টা চালানো হচ্ছে।
এছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও জানানো হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে:
সেপ্টেম্বর ২০২৫: প্রথম বিভাগ ফুটবল লীগ
অক্টোবর ২০২৫: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
নভেম্বর ২০২৫: জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট
ডিসেম্বর ২০২৫: প্রথম বিভাগ ক্রিকেট লীগ
অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক শাহরিয়ার ইউনুস বলেন, “খাগড়াছড়িকে একটি ক্রীড়াবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে আমরা তরুণ প্রতিভাবানদের উৎসাহিত করতে এবং তাদের নিয়মিত খেলায় সম্পৃক্ত রাখতে কাজ করে যাচ্ছি।”
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এসব কার্যক্রমের মধ্য দিয়ে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন উদ্যম ও গতি আসবে।
১৪৬ বার পড়া হয়েছে