জাতীয়
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি সপ্তাহে তিন দিনের আলোচনার মধ্য দিয়ে কমিশন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের লক্ষ্যে কাজ করছে।
চলতি সপ্তাহেই উল্লেখযোগ্য অগ্রগতি চায় কমিশন: ড. আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ৭:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ জানিয়েছেন, চলতি সপ্তাহে তিন দিনের আলোচনার মধ্য দিয়ে কমিশন উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের লক্ষ্যে কাজ করছে।
রোববার (১৩ জুলাই) সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার ১২তম দিনের সংলাপ শুরুর আগে তিনি এ মন্তব্য করেন।
ড. রীয়াজ বলেন, “এই সপ্তাহে আমাদের তিনটি বৈঠক রয়েছে। আমরা চাই এর মধ্যেই কমিশন দৃশ্যমান অগ্রগতির পথে এগিয়ে যাক। জাতীয় সনদ তৈরির কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে।”
তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য, ৩০ জুলাইয়ের মধ্যেই যৌক্তিক এক সমঝোতায় পৌঁছানো। প্রয়োজনে সেটা এক দিন বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্তও গড়াতে পারে।”
আজকের সংলাপের আলোচ্য বিষয় হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা হয়েছে—প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা জারির বিধান।
১৩০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর