সাহিত্য
মানুষের আসলে একটা মানুষই লাগে।
ভালোবাসি তোমাকে
মাহাবুবা সুলতানা
বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মানুষের আসলে একটা মানুষই লাগে।
এই যে আমার হাজারটা রাগ, ক্ষোভ, অভিযোগ, অনুযোগ, অভিমান
সবটা তোমার উপড় উগড়ে দেবার পরেও যখন একটু আরাম খুঁজি।
তখন দেখি সেটাও তোমার কাছেই।
আমি ভীষণ ঘর প্রিয় মানুষ।
আর ঘর বলতে তোমাকেই বুঝি।
আমার কথা জমে পাহাড় হয়,
সেই পাহাড়টাও আমি তোমার সামনে একটু একটু ভাঙবো বলে অপেক্ষা করি।
আমার সব চাওয়া নিজে পূরণ করতে অভ্যস্ত
কিন্তু আমি তোমার থেকে কিছু পেয়ে গেলে আকাশসম খুশি হয়ে যাই।
আমি কতটা ভালো সেটা জানি না,
শুধু এটুকুই প্রার্থনা করি-
আমাদের সব ভালো হোক।
ভালোবাসি তোমাকে...
২৫১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(1)
আলোচিত খবর
এলাকার খবর