শিক্ষা
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে।
জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার, এর মধ্যে কারিগরি বোর্ডে ৪৯৪৮

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার , ১০ জুলাই, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে।
এর মধ্যে ছাত্রী ৭৩ হাজার ৬১৬ জন এবং ছাত্র ৬৫ হাজার ৪১৬ জন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। আগের বছর এই হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ। ফলে এবছর পাসের হার কমেছে ১৪ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট।
এবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। এ বোর্ডে সারাদেশে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯৪৮ জন।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর