সর্বশেষ

সারাদেশ

রুমায় টানা বৃষ্টিতে পাহাড় ধস: সাংবাদিকের বাড়ির সামনেই ভেঙে পড়ে পাহাড়ের অংশ

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

বুধবার, ৯ জুলাই, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রুমা উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের আশ্রম পাড়া এলাকায় টানা বৃষ্টিতে পাহাড় ধসে পড়েছে।

পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে স্থানীয় সাংবাদিক অংবাচিং মারমার বাড়ির একেবারে সামনের অংশে। মঙ্গলবার (৮ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হঠাৎ করেই বিকট শব্দে পাহাড়ের একটি বড় অংশ ভেঙে পড়ে সাংবাদিকের বাড়ির সামনের আঙিনায়। সৌভাগ্যক্রমে কেউ হতাহত না হলেও ঘটনাটি পুরো পরিবার এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকট শব্দে ঘুম ভেঙে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনা দেন।

ভুক্তভোগী পরিবারটি জানায়, প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসের আতঙ্কে থাকতে হয় তাদের। তবে এবার ধসটি যেভাবে বাড়ির একেবারে কাছে এসে পড়েছে, তাতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন তারা।

উল্লেখ্য, বর্ষা মৌসুমে বান্দরবানের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। প্রতি বছরই জেলার বিভিন্ন এলাকায় এমন ধসের ঘটনা ঘটে, যা অনেক সময় প্রাণহানির কারণও হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, পূর্বপ্রস্তুতি এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার কার্যকর উদ্যোগ বর্ষা আসার আগেই নেওয়া হয় না, যার ফলে প্রতি বছর এই আশঙ্কা ঘিরে থাকে।

২৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন