এসিড হামলার অভিযোগে ডিপজল ও সহকারীর বিরুদ্ধে মামলা

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবং তার ব্যক্তিগত সহকারী মো. ফয়সালের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও শারীরিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) নামের এক নারী এই মামলার আবেদন করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের জন্য মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পাঠানোর নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
অভিযোগের বিবরণ
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২ জুন রাজধানীর একটি কোরবানির পশুর হাটে অভিনেতা ডিপজলের আগমন উপলক্ষে ভক্ত হিসেবে রাশিদা আক্তার সেখানে যান। ডিপজল তার পিএসকে (ব্যক্তিগত সহকারী) উদ্দেশ্য করে বলেন, “এই নারী এখানে কীভাবে ঢুকেছে? তাকে বের করে দাও।” এরপর পিএস ফয়সালসহ ৮-১০ জন ব্যক্তি বাদীকে মারধর ও হেনস্তা করে রশি দিয়ে টেনে হাট থেকে বের করে দেওয়ার চেষ্টা করে।
রাশিদা আক্তার আহত অবস্থায় ডিপজলের কাছে বিচার চাওয়ার কথা বললে পিএস উত্তেজিত হয়ে বলেন, “ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে।” এরপর এক ব্যক্তি একটি গ্যালন এনে তার ঘাড়ে ঢেলে দেয় বলে অভিযোগ করা হয়, যার ফলে গুরুতর দগ্ধ হন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী ৪ থেকে ১১ জুন পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেন। মামলায় আরও অভিযোগ করা হয়, ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস ফোনে হুমকি দিয়ে মামলা না করার জন্য ভয় দেখান।
১১৬ বার পড়া হয়েছে