সলঙ্গায় ট্রাকচাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও ছেলে। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকায় নুর জাহান হোটেলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন বড় ছেলে রাসেল খন্দকার।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অসুস্থ বাবাকে নিয়ে দুই ভাই ব্যাটারিচালিত রিকশায় করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে নুর জাহান হোটেলের সামনে পৌঁছালে মহাসড়কের খানাখন্দের কারণে রিকশাটি রাস্তার মাঝখানে উঠে পড়ে। তখন বনপাড়া অভিমুখে ছুটে চলা একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছোট ছেলে নিহত হন। গুরুতর আহত বড় ছেলেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১২৩ বার পড়া হয়েছে