জাতীয়
রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সংশোধনী প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
সংশোধনী প্রস্তাব নিয়ে আসছে ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার
সোমবার, ৭ জুলাই, ২০২৫ ৭:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজনৈতিক দলগুলোর মতামতকে গুরুত্ব দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন সংশোধনী প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।
সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে দ্বিতীয় ধাপের দশম দিনের আলোচনার শুরুতে তিনি এ কথা বলেন।
ড. আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশন কোনো কিছু চাপিয়ে দিচ্ছে না। বরং বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলের মতামত বিবেচনা করে সংশোধনী প্রস্তাব তৈরি করছে। যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে বেশিরভাগ দলের আপত্তির কারণে আমরা ভিন্ন ধরনের প্রস্তাব উপস্থাপন করেছি।”
তিনি আরও জানান, “ভুল বুঝাবুঝি এড়াতে আমরা বিশেষভাবে সতর্ক, তাই কিছু বিষয় বাদ দিয়ে আলোচনা এগিয়ে চলছে।”
আলোচনার ইতিবাচক পরিবেশের কথাও উল্লেখ করে তিনি বলেন, “এ ধরনের ধারা বজায় রাখা জরুরি। দ্রুত ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছানোর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে।”
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর