উত্তাল সাগরে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৮:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে গভীর সাগরে মাছ ধরার ট্রলার থেকে পড়ে গিয়ে মো. রাজ্জাক মল্লিক (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকেলে উত্তাল সমুদ্রের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি একই এলাকার মুকুল সাহা মালিকানাধীন একটি ফিশিং ট্রলারে কাজ করতেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুরের খাবারের পর ট্রলার থেকে সাগরের পানি তুলতে গিয়ে হঠাৎ ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যান রাজ্জাক। মুহূর্তেই তিনি ঢেউয়ের তোড়ে চোখের আড়ালে চলে যান। সঙ্গে থাকা জেলেরা প্রায় ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজি করে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, “বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ফোনে জানিয়ে দিয়েছেন। এখনও লাশ তীরে পৌঁছায়নি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয় জেলেদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
১৩৬ বার পড়া হয়েছে