সর্বশেষ

খেলা

সাকিবের প্রত্যাবর্তন গ্লোবাল লিগে, ১৬ জুলাই মুখোমুখি রংপুর-দুবাই

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

রবিবার, ৬ জুলাই, ২০২৫ ৭:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি, দেশের রাজনীতিকে ঘিরে বিতর্ক সবকিছু পেছনে ফেলে আবারও ক্রিকেট মাঠে ফিরছেন সাকিব আল হাসান।

গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার। এবার তিনি খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।

দুবাই ক্যাপিটালস তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় সাকিবের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে দলে নেওয়া হয়েছে সাকিবকে। সব ঠিক থাকলে ১৬ জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেন তিনি যে দলে একসময় খেলেছিলেন নিজেই।

এর আগে সাকিবের রংপুর রাইডার্সে ফেরার গুঞ্জন ছিল। তবে শেষ পর্যন্ত দলটির ম্যানেজমেন্ট ভিন্ন সিদ্ধান্ত নেয়। বিষয়টি নিশ্চিত করে রংপুরের টিম ডিরেক্টর শানিয়ান তানিম বলেন, “সাকিবকে না নেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট বাধা ছিল না। এটি পুরোপুরি কৌশলগত সিদ্ধান্ত।”

গ্লোবাল সুপার লিগের এবারের আসরে থাকছে না প্লে-অফ পর্ব। পাঁচ দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে শীর্ষ দুই দল সরাসরি খেলবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ১৮ জুলাই।

দুবাই ক্যাপিটালসের হয়ে সাকিবের প্রথম ম্যাচ হবে ১০ জুলাই, সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে। এরপর দলটি ১১ জুলাই হোবার্ট হারিকেন্স ও ১৩ জুলাই গায়ানা আমাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। ১৬ জুলাই সাকিব খেলতে পারেন নিজের সাবেক দল রংপুর রাইডার্সের বিপক্ষে।

দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে আছেন আরও কয়েকজন পরিচিত মুখ রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, নিরোশান ডিকভেলা এবং আফগান অলরাউন্ডার সেদিকউল্লাহ অটল।

সাম্প্রতিক বিতর্ক ও মাঠের বাইরে নানা আলোচনার মাঝেও আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিব এখনো বড় আকর্ষণ। গ্লোবাল সুপার লিগের এই আসরে নতুন জার্সিতে কেমন পারফর্ম করেন তিনি তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন