জাতীয়
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁওয়ে ডাকাতি: ১ লাখ ৩০ হাজার রিয়ালসহ গ্রেফতার আরও ৬ জন

স্টাফ রিপোর্টার
শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ ৪:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রাইভেটকারে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৫০০ সৌদি রিয়াল এবং তিনটি মোটরসাইকেল।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ আল মামুন (২৫), আরিয়ান (১৯), সাব্বির হোসেন (২০), জাহিদুল ইসলাম সোহাগ (২৫), জয় (২৩) ও বিজয় (২০)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, ১ জুলাই সন্ধ্যায় কেন্দ্রীয় ওষুধাগারের সামনে মেসার্স এম এম আয়াত ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার যৌথ অভিযানে রাজধানীর গ্রিন রোড, ভোলার চরফ্যাশন ও কিশোরগঞ্জের নিকলী থেকে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, এর আগেও এই ঘটনায় জড়িত আরও সাতজনকে গ্রেফতার করেছিল পুলিশ।
১১১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর