৫ আগস্ট ও ১৬ জুলাই নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির নির্দেশনা

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৭:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযথভাবে পালনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিটি দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
অফিস আদেশে জানানো হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালন করবে এবং দিনটিকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করেছে। এই দিবসটি মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ১ নম্বর পরিপত্র অনুযায়ী ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
একইভাবে, প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দিবসটিকে পরিপত্র অনুযায়ী ‘খ’ শ্রেণিভুক্ত দিবসের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে যথাযথ মর্যাদায় ও গুরুত্বের সঙ্গে উল্লিখিত দিবস দুটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় মাউশি।
উল্লেখ্য, গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে।
১৩৮ বার পড়া হয়েছে