সর্বশেষ

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ৩ জুলাই, ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক চিকিৎসক মারওয়ান সুলতান নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় তিনি নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন।

দীর্ঘদিন মানবিকতা ও পেশাগত নিষ্ঠার সঙ্গে চিকিৎসাসেবা দিয়ে আসা মারওয়ান সুলতানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডকে তারা ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের এক “গুরুত্বপূর্ণ সদস্য”কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। তবে বেসামরিক প্রাণহানির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি তাদের।

নিরাপদ এলাকাতেও হামলা, নেই কার্যকর হাসপাতাল
একইদিনে গাজার খান ইউনিসের আল-মাওয়াসির ‘নিরাপদ জোনে’ ইসরায়েলি গোলাবর্ষণে অন্তত পাঁচজন নিহত ও কয়েকজন আহত হন। এ ঘটনায় নিরাপদ আশ্রয়স্থান নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, গাজা উপত্যকার উত্তরাঞ্চলে অবস্থিত ইন্দোনেশীয় হাসপাতালটি ইতিপূর্বেও একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছিল। ফলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সেটিকে “চিকিৎসাসেবা প্রদানের অনুপযোগী” ঘোষণা করেছিল। জাতিসংঘও জানিয়েছে, উত্তর গাজা গভর্নরেটে কার্যকর কোনো হাসপাতাল বর্তমানে আর অবশিষ্ট নেই।

“তিনি কেবল একজন ডাক্তার ছিলেন”
নিহত চিকিৎসকের মেয়ে লুবনা আল-সুলতান গণমাধ্যমকে জানান, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তার বাবার কক্ষ লক্ষ্য করে আঘাত হানে। “তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না,” বলেন লুবনা, “আমার বাবা কেবল তার রোগীদের নিয়েই ভাবতেন।”

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (২ জুলাই) দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত ১৩৯ জন ফিলিস্তিনি।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন