সর্বশেষ

সারাদেশ

ব্রহ্মপুত্রে নৌকাডুবি: মাদরাসাগামী তিন শিক্ষার্থী নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদরাসায় যাওয়ার সময় ব্রহ্মপুত্র নদ পার হতে গিয়ে একটি ছোট নৌকা ডুবে যায়।

এতে তিন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে, ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তেরবাজার এলাকার নদী সীমান্তে।

নিখোঁজ তিনজনই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগী গ্রামের বাসিন্দা। তারা হল—মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫), হাবিব মিয়ার ছেলে আবির (৭) এবং মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়েদ (৬)।
তারা স্থানীয় বিরুই নদীর পাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মোট ৯ জন শিক্ষার্থী একটি ছোট নৌকায় করে নদী পার হচ্ছিল। দত্তেরবাজার ঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ ভারসাম্য হারিয়ে নৌকাটি ডুবে যায়। যাত্রীরা সবাই পানিতে পড়ে যায়। তাদের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন নিখোঁজ রয়েছেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে।

এদিকে, চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, “সেতুর অভাবে নদীপাড়ের মানুষদের প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আমরা বহুদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে এলেও সেটি বাস্তবায়ন হয়নি। প্রায় প্রতি বছরই এভাবে দুর্ঘটনা ঘটছে। এই মৃত্যুর মিছিল কবে থামবে?”

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন