আন্তর্জাতিক

ইরানের হামলার সময় আকাশেই আটকে পড়েন লেবাননের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ ৬:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাঝেই রীতিমতো নাটকীয় পরিস্থিতির মুখে পড়লেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম।

কাতার সফরের পথে থাকাকালীন ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তাঁর উড়োজাহাজ মাঝআকাশে আটকে পড়ে। কাতারের আকাশসীমা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কয়েক ঘণ্টা অনিশ্চয়তায় কাটে তাঁর সফর।

ঘটনাটি ঘটেছে সোমবার। কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ‘আল-উদেইদ’-এ ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত কারণে কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। একইসঙ্গে কুয়েত ও বাহরাইনও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে।

এই পরিস্থিতিতে লেবাননের প্রধানমন্ত্রীর উড়োজাহাজটি গন্তব্যে পৌঁছাতে না পারায় আকাশে আটকে পড়ে। পরে তিনি বাহরাইনে অবতরণ করেন বলে নিশ্চিত করেন লেবানন সরকারের এক উপদেষ্টা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন।

যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এই হামলা মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনার সঞ্চার করেছে। আকাশপথে নিরাপত্তা নিয়ে দেখা দেয় বিভ্রান্তি ও সতর্কতা।

পরবর্তীতে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আকাশপথে স্বাভাবিকতা ফিরেছে এবং সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। একইসঙ্গে কুয়েত ও বাহরাইনও তাদের আকাশসীমা খুলে দেয়। সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাইসহ দেশটির সব বিমানবন্দর এখন স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন