আন্তর্জাতিক

শুক্রবারের রক্তাক্ত দিন গাজায় নিহত ৮২ ফিলিস্তিনি

স্পেশাল করেসপন্ডেন্ট
স্পেশাল করেসপন্ডেন্ট

শনিবার, ২১ জুন, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শুক্রবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই মানবিক সহায়তা পাওয়ার আশায় কেন্দ্রীয় গাজার নেটজারিম করিডোরের কাছে অপেক্ষা করছিলেন।

আল-আওয়াদা হাসপাতালের তথ্য অনুযায়ী, শুধু এই এলাকাতেই ইসরায়েলি গুলিতে কমপক্ষে ৩৫ জন প্রাণ হারান এবং আরও বহু মানুষ আহত হন।

নেটজারিম করিডোরে প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি খাদ্য ও ত্রাণের জন্য জড়ো হন। শুক্রবার সেখানে ইসরায়েলি বাহিনী প্রথমে “সন্দেহভাজনদের” লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর দাবি করলেও, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি সরাসরি অপেক্ষমাণ মানুষের ওপর চালানো হয়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।

একই দিনে গাজার দেইর আল-বালাহ অঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৮ জন নিহত হন এবং আরও অনেকে আহত হন। এছাড়া, গাজা সিটির বিভিন্ন এলাকায় এবং দক্ষিণাঞ্চলে আরও বেশ কয়েকটি হামলায় প্রাণহানি ঘটে।

জাতিসংঘ ও ইউনিসেফ জানিয়েছে, গাজায় পানির সংকট এবং খাদ্যাভাব চরম আকার ধারণ করেছে। শুধু শুক্রবার নয়, গত কয়েক সপ্তাহে সহায়তা নিতে গিয়ে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে সহায়তা বিতরণ কেন্দ্র ও অপেক্ষমাণ সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন