সর্বশেষ

জাতীয়ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
খেলা

ক্লাব বিশ্বকাপে অ্যাতলেটিকোকে উড়িয়ে দিল পিএসজি

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ১৬ জুন, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগ জয় করে ফুরফুরে মেজাজে থাকা প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচেই ছড়ি ঘুরিয়েছে স্প্যানিশ জায়ান্ট অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

ক্যালিফোর্নিয়ার রোজ বোলে রোববার (১৫ জুন) রাতে পিএসজি ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ডিয়েগো সিমিওনের দলকে।

উসমান দেম্বেলের মতো তারকাকে ছাড়াও একতরফা ম্যাচে দাপট দেখায় ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচজুড়েই বল দখল, আক্রমণ ও গতি সব দিকেই স্প্যানিশ ক্লাবের চেয়ে এগিয়ে ছিল তারা। পিএসজি পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখেছে এবং নিয়েছে ১৬টি শট।

প্রথমার্ধেই এগিয়ে যায় পিএসজি। ১৯তম মিনিটে ফ্যাবিয়ান রুইজ গোল করে দলকে লিড এনে দেন। অতিরিক্ত সময়ে ভিতিনহা দ্বিতীয় গোলটি করে ব্যবধান দ্বিগুণ করেন। দ্বিতীয়ার্ধে আরও বিপর্যয়ের মুখে পড়ে অ্যাতলেটিকো।

৭৮তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার লংলেট, এরপর থেকেই আরও খোলস ছেড়ে আক্রমণে নামে পিএসজি। ৮৭তম মিনিটে তৃতীয় গোলটি করেন সেনি মায়ুলু। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে চতুর্থবার জাল খুঁজে নেন কাং-ইন লি, যেটি হয় ম্যাচের শেষ পেরেক।

এই গ্রুপে পিএসজির সঙ্গে রয়েছে ব্রাজিলের বোতাফোগো ও যুক্তরাষ্ট্রের সিয়াটেল সাউন্ডার্স।

অন্যদিকে, দিনের আরেক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখায় বায়ার্ন মিউনিখ। নিউজিল্যান্ডের ক্লাব অকল্যান্ড সিটিকে ১০-০ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় জার্মান জায়ান্টরা। মাত্র ১৭ মিনিটে হ্যাটট্রিক করেন জামাল মুসিয়ালা। পাশাপাশি গোল পেয়েছেন কিংসলে কোম্যান, বোয়ে, ওলিসে এবং টমাস মুলার।

লুইস এনরিকের শিষ্যদের জন্য এটা ছিল দারুণ এক শুরু দুর্বল অ্যাতলেটিকোর বিপক্ষে ৪-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে পরবর্তী ম্যাচের জন্য।

৩৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন