সর্বশেষ

আইন-আদালত

বিচার বিভাগে বড় রদবদল: ৩০ জেলা জজসহ শতাধিক বিচারককে বদলি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ২:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের বিচার বিভাগে বড় ধরনের রদবদল আনলো সরকার।

সোমবার (২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে ৩০ জন জেলা ও দায়রা জজ, ৩৮ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ২১ জন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ১৬৩ জন সহকারী ও সিনিয়র সহকারী জজকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব (প্রশাসন-১) এ এফ এস গোলজার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, এসব বিচারককে ৩ জুনের (মঙ্গলবার) মধ্যে বর্তমান কর্মস্থলে দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বদলির এই আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একই দিনে জারি হওয়া আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১৩ জন সিনিয়র সহকারী জজকে তৃতীয় গ্রেডভুক্ত বেতন স্কেলে যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি, পদোন্নতির পর তাদের নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশও দেওয়া হয়েছে।

তবে পদোন্নতি পাওয়া বিচারকদের মধ্যে একজন বিচারক বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন। তার ক্ষেত্রেও ছুটি শেষে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংশ্লিষ্ট বিচারকদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলি বা পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে যোগদান করতে হবে।

২৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন