দৌলতপুরে গোখরা সাপের কামড়ে যুবকের মৃত্যু

বুধবার, ২৮ মে, ২০২৫ ১০:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গোখরা সাপের কামড়ে কালু হালসানা (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কালু হালসানা উপজেলার সদর ইউনিয়নের গোবরগাড়া গ্রামের মৃত নাহারুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম।
স্থানীয়রা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুধবার ভোর ৫টার দিকে কালু হালসানা বাড়ির পাশে একটি আমবাগানে আম কুড়াতে যান। এ সময় হঠাৎ একটি বিষধর গোখরা সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় সকালেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের মেডিকেল অফিসার বলেন, "কালু হালসানার মৃত্যু সাপের বিষক্রিয়ায় হয়েছে। এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে আরও সতর্ক থাকতে হবে। বিশেষ করে গ্রীষ্মকালে সাপের আক্রমণের ঝুঁকি বেশি থাকে।"
এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একইসঙ্গে সংশ্লিষ্টরা নিরাপদ পরিবেশ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
১৩৪ বার পড়া হয়েছে