সর্বশেষ

সারাদেশ

মহেশপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ প্রতিনিধি

বুধবার, ২৮ মে, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৭)। তারা সম্পর্কে চাচাতো বোন। আফিয়ার পিতা খাইরুল ইসলাম এবং সাথিয়ার পিতা সবিদুল ইসলাম – উভয়েই স্থানীয় বাসিন্দা। শিশু দুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার আগে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে দুই শিশু। দীর্ঘসময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের নিথর দেহ উদ্ধার করা হয়।

নেপা ইউনিয়ন পরিষদের সদস্য এনামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শিশু দুটি সকালে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন