সর্বশেষ

জাতীয়

৭ দাবিতে পল্লী বিদ্যুতে কর্মবিরতি, কেন্দ্রীয় শহীদ মিনারে টানা অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ৭:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাত দফা দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা। বিদ্যুৎ সেবা অব্যাহত রেখে মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে শুরু হয়েছে শান্তিপূর্ণ কর্মবিরতি।

আন্দোলনকারীরা জানিয়েছেন, নতুন সংযোগসহ প্রশাসনিক কার্যক্রম থেকে তারা বিরত থাকলেও গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে।

গতকাল (২৬ মে) বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী তাজুল ইসলাম।

আন্দোলনের অংশ হিসেবে আজ সপ্তম দিনের মতো রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এর আগে ২১ মে থেকে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় জড়ো হয়েছেন হাজারো কর্মকর্তা ও কর্মচারী।

আন্দোলনকারীরা বলছেন, তারা আইনশৃঙ্খলা বজায় রেখে এবং গ্রাহকদের ভোগান্তি এড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিচ্ছেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এসব কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরেই অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন, হয়রানি বন্ধ এবং মামলাসহ একাধিক সমস্যা সমাধানের দাবিতে আন্দোলন করে আসছেন।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, আন্দোলনের সাতটি প্রধান দাবি হলো,

১. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদি কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ।

২. এক ও অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পরিস একীভূতকরণ অথবা দেশের অন্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন।

৩. মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পৌষা কর্মীদের চাকরি নিয়মিতকরণ।

৪. মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।

৫. গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সকল হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন।

৬. জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘন্টা/শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে।

৭. পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন