আইন-আদালত
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য রোববার সকালে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
শপথ নেয়ার দাবিতে ইশরাক হোসেনের হাইকোর্টে রিট

স্টাফ রিপোর্টার
রবিবার, ২৫ মে, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য রোববার সকালে হাইকোর্টে রিট আবেদন করেছেন।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার ইশরাক হোসেনের শপথ নেয়ার বিষয়টি স্থগিত রাখতে দায়ের করা রিটটি হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বে দেওয়া আদেশে বলা হয়, এই ধরনের রিট করার এখতিয়ার আদালতের নেই এবং নির্বাচনি ফোরামের মামলা অন্য ফোরামে নেওয়া উচিত ছিল।
গত ১৪ মে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ গ্রহণ না করার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেন ঢাকা দক্ষিণের বাসিন্দা মো. মামুনুর রশিদ। একই সঙ্গে নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও যুগ্ম জেলা জজকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদানের দাবি জানান তিনি। মামলাটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী কাজী আকবর আলী পরিচালনা করেন।
১৪১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর