সর্বশেষ

সারাদেশ

নড়াইলে ইজিবাইক চালক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

এস এম শরিফুল ইসলাম, নড়াইল
এস এম শরিফুল ইসলাম, নড়াইল

সোমবার, ১৯ মে, ২০২৫ ২:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে ইজিবাইক চালক আবু রোহান মোল্যা হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।

সোমবার (১৯ মে) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৪) এবং একই গ্রামের আজিবার খাঁর ছেলে রমজান খাঁ (২৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় ইজিবাইক চালক আবু রোহান মোল্যা (২০) যাত্রী নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে তার বাবা চান মিয়া মোল্যা নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই দিন সকাল ১০টার দিকে পুলিশ মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকার একটি জমি থেকে আবু রোহানের মরদেহ উদ্ধার করে।

ঘটনার তদন্ত শেষে পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন।

এ মামলার অপর আসামি মাসুদ রানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন