সর্বশেষ

বিনোদন

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার নুসরাত ফারিয়া, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৮ মে, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকগামী ফ্লাইটে ওঠার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটকায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ব্যাংকক যাওয়ার কথা থাকলেও ইমিগ্রেশন চেকপোস্টে তার নাম মামলার তালিকায় থাকায় তাকে যাত্রা করতে দেওয়া হয়নি।

পরে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়, যেখানে একটি হত্যা প্রচেষ্টার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সূত্র জানায়, রাজধানীর ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় তিনি অন্যতম আসামি। ওই মামলায় মোট ১৭ জন অভিনয়শিল্পীর নাম রয়েছে।

গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন সূত্র।

এর আগে, একই মামলায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং রাত ১২টার দিকে অভিনেত্রী সোহানা সাবাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর পরদিন ৭ ফেব্রুয়ারি তাদের ছেড়ে দেয়া হয়েছিল।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন