সর্বশেষ

জাতীয়

ইশরাককে মেয়র দাবিতে তৃতীয় দিনের আন্দোলন, সজীবকে 'অবাঞ্ছিত' ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৭ মে, ২০২৫ ৯:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন তার সমর্থকেরা।

শনিবার দুপুরে ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। একইসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে 'অবাঞ্ছিত' ঘোষণা করেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীরা জানান, উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধভাবে ডিএসসিসির নতুন মেয়র। কিন্তু তাকে এখনো শপথ গ্রহণ করানো হয়নি এবং মেয়রের দায়িত্বও বুঝিয়ে দেওয়া হয়নি, যা তারা 'অযৌক্তিক দেরি' হিসেবে দেখছেন।

আন্দোলনের তৃতীয় দিনে নগর ভবনের সামনে অবস্থান নেন ইশরাকের শতাধিক সমর্থক। তারা স্লোগানে বলেন, "শপথ নিয়ে টালবাহানা, চলবে না চলবে না", "অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই", এমন নানা দাবিতে মুখর ছিলেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া এক নেতা বলেন, "আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আসিফ মাহমুদের পদত্যাগ চাই। তিনি যেন নগর ভবন ছেড়ে সচিবালয়ে গিয়ে অফিস করেন। নগর ভবনে বসবেন জনগণের নির্বাচিত নগরপিতা, কোনো উপদেষ্টা নয়।"

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর হিসেবে ডিএসসিসির নগর ভবনেই দাপ্তরিক কার্যক্রম চালান উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে টানা আন্দোলনের কারণে তিনি এদিন অফিসে আসেননি।

ইশরাকের সমর্থকেরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন