জুলাই গণঅভ্যুত্থান ও জামুকা সংশ্লিষ্ট দুটি অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন

বৃহস্পতিবার , ১৫ মে, ২০২৫ ২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের কল্যাণ এবং পুনর্বাসনের জন্য প্রণীত অধ্যাদেশের খসড়া এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশোধিত অধ্যাদেশের খসড়াকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই দুটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়াও, জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের কল্যাণে গঠিত অধ্যাদেশটির সার্বিক পর্যালোচনা ও পুনর্গঠনের জন্য ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে রয়েছেন, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। কমিটিকে সচিবীয় সহায়তা প্রদান করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
এদিনের বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিমালার খসড়াও অনুমোদিত হয়। এর মধ্যে রয়েছে, ড্রেজিং ও ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪, লোক্যালি লেড অ্যাডাপটেশন ফ্রেমওয়ার্ক (LLAF) এবং
জাতীয় জীন ব্যাংক ব্যবস্থাপনা নীতিমালা-২০২৪।
এ সম্পর্কিত উপদেষ্টা কমিটির প্রতিবেদন বৈঠকে গৃহীত হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১১৮ বার পড়া হয়েছে