সর্বশেষ

জাতীয়

রাজধানীতে ডাটাবেজভিত্তিক অভিযান, শত শত ছিনতাইকারী গ্রেফতার: ডিবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১১ মে, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মহানগরে ছিনতাইয়ের মতো অপরাধ ঠেকাতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীচক্র শনাক্ত করে অভিযান পরিচালনা করছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ইতোমধ্যে শত শত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।

রোববার (১১ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ক্রিমিনাল ডাটাবেজ বিশ্লেষণ করে রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রগুলোর পরিচয় শনাক্ত করা হয়েছে। এরপর তাদের ধরতে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।”

তিনি জানান, গত তিন মাসের অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পাওয়া গেছে। অক্টোবর মাসে ৯৮ জন, নভেম্বর মাসে ১৪৮ জন এবং ডিসেম্বর মাসে ৫৬৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। নতুন বছরের জানুয়ারির প্রথম ১১ দিনেই আরও ৩৭৪ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

ছিনতাই প্রতিরোধে নিয়মিত চেকপোস্ট স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান নাসিরুল ইসলাম। তিনি বলেন, “এই অপরাধীরা যখন নিয়মিতভাবে গ্রেফতার হবে এবং মামলা প্রক্রিয়ার মাধ্যমে জেল খাটবে, তখন অপরাধের হারও স্বাভাবিকভাবেই কমে আসবে।”

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির এ শীর্ষ কর্মকর্তা।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন