সর্বশেষ

আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে চলছে তীব্র ড্রোন হামলা ও গোলাবর্ষণ 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারত ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত উত্তেজনা আবারও চরমে উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের উরি ও পুঞ্চ সেক্টরে পাকিস্তানি সেনারা ভারী কামান ও মর্টার ব্যবহার করে গোলাবর্ষণ শুরু করে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। পাল্টা জবাবে ভারতও তীব্রভাবে প্রতিরোধ গড়ে তোলে।

এছাড়া শুক্রবার রাতেই জম্মু, সাম্বা এবং পাঞ্জাবের পাঠানকোট সেক্টরে একাধিক পাকিস্তানি ড্রোনের গতিবিধি শনাক্ত করা হয়েছে বলে দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে এসব ড্রোন ও সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে।

সাম্বা জেলায় বিস্ফোরণের শব্দ শোনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আকনূর অঞ্চলে সম্পূর্ণ ব্ল্যাকআউট কার্যকর করা হয়। সীমান্তবর্তী এলাকাগুলিতে নজরদারি জোরদার করা হয়েছে এবং সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

ভারতের অভিযোগ, বৃহস্পতিবার রাতেও পাকিস্তান প্রায় ৩০০ থেকে ৪০০ ড্রোন পাঠিয়ে জম্মু-কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চলে আক্রমণের চেষ্টা চালায়। তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানি এক উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে জানান, তারা এখনো কূটনৈতিক সমাধানের আশা করছে, তবে তা ব্যর্থ হলে “উপযুক্ত জবাব” দেওয়া হবে। তিনি ভারতের বিরুদ্ধে ‘অপপ্রচার চালানোর’ অভিযোগও তোলেন।

এদিকে, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতের মিসাইল হামলার অভিযোগকে “হাস্যকর” বলে মন্তব্য করেছেন। পাকিস্তান যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, উপগ্রহ চিত্র বিশ্লেষণের মাধ্যমে তাদের নির্দোষতা প্রমাণে সহায়তা করতে।

পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি শান্ত রাখতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ একাধিক প্রভাবশালী দেশ।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন