সর্বশেষ

রাজনীতি

যমুনার সামনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার, অংশ নিচ্ছে ছাত্র-জনতা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ৯ মে, ২০২৫ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের টানা বিক্ষোভে উত্তাল রাজধানীর কাকরাইল ও যমুনা ভবন এলাকা।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনের সড়ক ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চলছে এ কর্মসূচি।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ শুক্রবার দুপুর পর্যন্ত অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়েছে পুলিশ। ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, "গতকাল রাত থেকেই পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। যেহেতু দুপুরে সমাবেশ রয়েছে, তাই আগেভাগেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যমুনার সামনের সড়ক আপাতত বন্ধ রাখা হয়েছে জননিরাপত্তার স্বার্থে।"

সরেজমিনে দেখা গেছে, যমুনা ভবন ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা কড়া অবস্থানে রয়েছে। বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন।

বিক্ষোভে অংশ নেওয়া ছাত্র-জনতা ও নেতাকর্মীরা "লীগ ধরো, জেলে ভরো", "খুনি লীগের ঠিকানা, এই বাংলায় হবে না", "আওয়ামী লীগ নো মোর", "গোলামি না আজাদী, আজাদী আজাদী"—সহ নানা স্লোগান দিচ্ছেন।

এ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), এবি পার্টি, হেফাজতে ইসলাম, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ দেখা গেছে। এনসিপি’র দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে জানান, “ফোয়ারার সামনে মঞ্চ নির্মাণ চলছে। বাদ জুমা সেখানে হবে জনসমাবেশ। আজ প্রমাণ হবে দেশের মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধ চায়।”

তিনি আরও বলেন, "যতক্ষণ না আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। আমরা দেশের জনগণকে আহ্বান জানাই—এই দাবি আদায়ের জন্য আপনারাও রাস্তায় নামুন।"

এদিকে, টানা বিক্ষোভের কারণে যমুনা এলাকার পরিবেশ থমথমে। প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন