চাচাতো ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু, আহত আরও ৩

বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ ২:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলার আতশপাড়া-করফা গ্রামে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় গুরুতর আহত কৃষক সৈয়দ টোকন আলী (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের আরও তিন সদস্য—দুই ছেলে এবং একজন নারী, আহত হয়ে বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের আতশপাড়া-করফা গ্রামে সৈয়দ টোকন আলীর স্ত্রীর সঙ্গে তার চাচাতো ভাইদের পরিবারের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। ঘটনাটি ঘটে বাড়ির পাশ দিয়ে ভ্যানগাড়ি নেওয়া নিয়ে নিষেধ করার জেরে।
এরপর চাচাতো ভাই সৈয়দ ফেরদৌস আলীর নেতৃত্বে রিজ্জাক আলী, রহিম আলী, করিম আলী, রহমত আলী, হৃদয় আলীসহ আরও ৮-১০ জন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে টোকন আলী, তার দুই ছেলে সৈয়দ রুবেল আলী ও সৈয়দ রাজু আলী এবং এক নারী আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে টোকন আলীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি পরদিন মৃত্যুবরণ করেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
১২৩ বার পড়া হয়েছে