ওমর সানীর জন্মদিনে মৌসুমী নেই, কাঁদায় মায়ের স্মৃতি

মঙ্গলবার, ৬ মে, ২০২৫ ১:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
৩২ বছর আগে চলচ্চিত্রে অভিনয় জীবন শুরু করলেও, বর্তমানে অভিনয়ে তেমন নিয়মিত নন নব্বই দশকের জনপ্রিয় নায়ক ওমর সানী।
তিনি এখন ব্যস্ত সময় পার করছেন নিজের রেস্টুরেন্ট ব্যবসার পাশাপাশি সম্প্রতি যুক্ত হওয়া রিয়েল এস্টেট এবং প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠানের সঙ্গে। নতুন এই দুটি প্রতিষ্ঠানে সপ্তাহে ৫ দিন সময় দিচ্ছেন এবং তার কাজের স্বাধীনতা উপভোগ করছেন বলে জানান তিনি।
আজ, ৬ মে, নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেতার জন্মদিন। তবে, ২০০০ সালের ২৩ মের পর থেকে এই দিনটি নিয়ে তার তেমন উচ্ছ্বাস নেই, কারণ এই দিনেই তিনি তার মাকে হারান। জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমর সানী বলেন যে, জন্মদিন এলে তার মৃত্যুদিনের কথা মনে হয়। তিনি বলেন, "মৃত্যু খুবই স্নিগ্ধ একটা ব্যাপার। পবিত্র।" তার কাছে জন্মদিন মানেই মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। তিনি মনে করেন, আল্লাহ তাকে জন্মের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছেন এবং তিনি প্রতিনিয়ত মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।
জন্মদিন উপলক্ষে রাত থেকেই অনেকে তাকে ফেসবুকের মাধ্যমে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। সকালে তিনি চ্যানেল আইয়ের তারকাকথন অনুষ্ঠানে অংশ নেন, যেখানে জন্মদিন নিয়ে কথা বলার পাশাপাশি আমেরিকা থেকে ফোনে যুক্ত হন তার স্ত্রী মৌসুমী। এরপর সেখানে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
বরিশালে ১৯৬৯ সালের ৬ মে জন্মগ্রহণ করেন ওমর সানী। পরিবারের উৎসাহ এবং বাবার অনুপ্রেরণায় তিনি চলচ্চিত্রে আসেন। ১৯৮৯ সালের দিকে দারাশিকো পরিচালিত ‘সুজন বাঁশি’ সিনেমার মাধ্যমে তার প্রথম কাজ শুরু হয়, তবে ছবিটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়লেও আশা হারাননি। পরের বছর নুর হোসেন বলাইর ‘এই নিয়ে সংসার’ ছবিতে কাজ শুরু করেন। তবে ঢালিউডে তার অভিষেক হয় ‘চাঁদের আলো’ ছবির মাধ্যমে।
ওমর সানী নব্বইয়ের দশকে বহু জনপ্রিয় ও সফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘চাঁদের আলো’, ‘প্রেম প্রতিশোধ’, ‘মহৎ’, ‘প্রেমগীত’, ‘আখেরি হামলা’, ‘হারানো প্রেম’, ‘চাঁদের হাসি’, ‘দোলা’, ‘আত্ম অহংকার’, ‘কুলি’, ‘অধিকার চাই’, ‘রঙিন নয়ণমনি’, ‘লাট সাহেবের মেয়ে’, ‘গরীবের রানী’, ‘চালবাজ’, ‘সুখের স্বর্গ’, ‘বাপের টাকা’, ‘প্রেমের অহংকার’, ‘ত্যাজ্যপুত্র’, ‘ঘাত প্রতিঘাত’, ‘কে অপরাধী’, ‘মধু মিলন’, ‘তুমি সুন্দর’, ‘প্রিয় তুমি’, ‘আমি তুমি সে’, ‘পাগল তোর জন্য রে’, ‘আজব প্রেম’ ইত্যাদি।
১২১ বার পড়া হয়েছে