সর্বশেষ

আন্তর্জাতিক

আগুনে পুড়েও হামলা বন্ধ করেনি ইসরায়েল, ১ দিনে ৪৩ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ৩ মে, ২০২৫ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন এবং আরও ৭৭ জন আহত হয়েছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার ভোর থেকে এ হামলা শুরু করে। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শুক্রবারের বিমান হামলার পর গাজার দেড় বছরের সংঘাতে নিহতের সংখ্যা পৌঁছেছে ৫২ হাজার ৪১৮ এবং আহতের সংখ্যা এক লাখ ১৮ হাজার ৯১ জনে। এদের মধ্যে ৫৬ শতাংশ নারী ও শিশু।

 

 

এদিকে, ইসরায়েলে দাবানল নিয়ন্ত্রণে এলেও পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি দেশটি। গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা এটিই। ভয়াবহ এ আগুনে প্রায় ৫ হাজার একর (২০ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়ংকর এ অগ্নিকাণ্ডে কোনো বাড়িঘর বা মানুষের বসতি ক্ষতিগ্রস্ত না হলেও প্রাকৃতিক পরিবেশ ও বনাঞ্চলের ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু প্রাকৃতিক এই দুর্যোগেও ফিলিস্তিনে হামলা চালানো কন্ধ করেনি ইসরায়েল। 

গত বছরের ৭ অক্টোবর, হামাসের যোদ্ধারা ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। এর পরই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতির পরও ২০২৪ সালের ১৮ মার্চ থেকে গাজায় আবারও সামরিক অভিযান শুরু হয়, যার ফলে নতুন করে বিপুল সংখ্যক ফিলিস্তিনি হতাহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফা অভিযানে গত দেড় মাসে নিহতের সংখ্যা দুই হাজার তিন শতাধিক এবং আহত হয়েছেন ছয় হাজারেরও বেশি মানুষ।

গাজা পরিস্থিতি গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, বিশেষত নারী ও শিশুদের মধ্যে ব্যাপক ক্ষতি হওয়ায়।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন