চাবুক, বিশেষ পোশাক, হাইহিল বুট ও ফোনসহ ২ পর্ন ব্যবসায়ী গ্রেফতার

বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ ৮:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে ‘ফেমডম সেশন’-এর নামে কথিত শারীরিক নির্যাতন ও বিকৃত যৌনাচারের ভিডিও ধারণ এবং তা অর্থের বিনিময়ে বিক্রি করার অভিযোগে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে অভিযান চালিয়ে ভাটারা থানা পুলিশ শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫) নামের দুই বান্ধবীকে আটক করে। পুলিশ জানিয়েছে, এ চক্রটি নিজেদের ‘ফেমডম গ্রুপ’ হিসেবে পরিচিত করত এবং নারীরা নিজেদের ‘মিসট্রেস’ হিসেবে উপস্থাপন করতেন।
ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেলিগ্রামের একটি গ্রুপের মাধ্যমে যোগাযোগ করে একজন ব্যক্তি এক ঘণ্টার ‘ফেমডম সেশন’ বুক করেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযানে নামে।”
গ্রেপ্তার দুই নারীর কাছ থেকে বেশ কিছু ভিডিও উদ্ধার করা হয়েছে, যেগুলো কথিত ‘সেশন’-এর অংশ বলে জানিয়েছে পুলিশ। এছাড়া সেশন চলাকালীন ব্যবহৃত চাবুক, বিশেষ পোশাক, হাইহিল বুট এবং মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
এসআই ইকবাল বলেন, সেশন প্রতি ৩ থেকে ৫ হাজার টাকা নেওয়া হতো। বুকিং দেওয়া পুরুষরা স্বেচ্ছায় নির্যাতনের শিকার হতেন এবং নিজের অনুমতিতে সেই মুহূর্ত ভিডিও ধারণ করতেন। পরে ভিডিওটি ৫০০ থেকে ১ হাজার টাকায় কিনে নিতেন তারা। এসব ভিডিওর কিছু অংশ চক্রটি নিজেদের নির্দিষ্ট অনলাইন গ্রুপে প্রকাশ করত বলেও জানান তিনি।
প্রতিদিন দুই থেকে তিনজনের সেশন নেওয়া হতো বলে গ্রেপ্তার নারীরা জানিয়েছেন। তারা আরও জানান, ছয় থেকে সাত মাস ধরে এ কর্মকাণ্ডে জড়িত এবং বসুন্ধরার ফ্ল্যাটটিতে তারা দুই মাস ধরে অবস্থান করছিলেন।
পুলিশের ধারণা, দেশে এই প্রথমবারের মতো এমন চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হলো। জিজ্ঞাসাবাদে জানা গেছে, এ ধরনের আরও কয়েকটি চক্র সক্রিয় রয়েছে এবং তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
১০৩ বার পড়া হয়েছে