সাতক্ষীরায় বিএনপির সার্চ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা পৌরসভা ও সদর উপজেলার ১৪টি ইউনিয়নে বিএনপির "সার্চ কমিটি" গঠনে তৃণমূলের পরীক্ষিত নেতা-কর্মীদের উপেক্ষা করে "স্বৈরাচারপন্থী ও অনভিজ্ঞদের" অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির নেতা-কর্মীরা।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটাগাছা হাটের মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শের আলী, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু। এছাড়াও বিভিন্ন স্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, নতুন গঠিত সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত অনেকেই বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে কোনো ধরনের ভূমিকা রাখেননি এবং গত ১৭ বছরেও দলীয় কার্যক্রমে তাদের দেখা যায়নি। বরং, আওয়ামী লীগের ঘনিষ্ঠ, চোরাকারবারী এবং রাজপথে অনুপস্থিত ব্যক্তিদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে বলে দাবি তাদের।
সমাবেশ থেকে নেতারা এই সার্চ কমিটি অবিলম্বে বাতিলের দাবি জানান এবং তৃণমূল থেকে পরিক্ষিত ও ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নের আহ্বান জানান।
১১৫ বার পড়া হয়েছে