সর্বশেষ

সারাদেশ

ধামরাইয়ে পরকীয়ার জেরে অটোরিকশাচালককে হত্যা, স্ত্রী ও প্রেমিক গ্রেফতার

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে নির্মাণাধীন উপজেলা পরিষদ ভবনের ৪র্থ তলার একটি টয়লেট থেকে অটোরিকশাচালক মোহাম্মদ আলীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন নিহতের স্ত্রী জয়তুন বেগম ও তার প্রেমিক তোফাজ্জল মিয়া। শুক্রবার সকালে ধামরাই থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবীর।

পুলিশ জানায়, গত ২০ এপ্রিল বিকেলে কয়েক শিশু খেলতে গিয়ে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের ৪র্থ তলায় টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করেন।

ঘটনার পর ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে তোফাজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে গ্রেফতার করা হয় নিহত মোহাম্মদ আলীর স্ত্রী জয়তুন বেগমকে। এসময় তাদের হেফাজত থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরিও জব্দ করা হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, পরকীয়ার জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী জয়তুন বেগম ও তোফাজ্জল মিয়া মিলে মোহাম্মদ আলীকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন কৌশলে তাঁকে নিয়ে গিয়ে নির্মাণাধীন ভবনের টয়লেটে হত্যা করে তারা।

গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ধামরাই থানা পুলিশ।

২৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন