সর্বশেষ

সারাদেশ

ঢাকার শ্রেষ্ঠ মামলা তদন্তকারি কর্মকর্তা হলেন আতাউল মাহমুদ

মোঃ রাসেল হোসেন, ধামরাই
মোঃ রাসেল হোসেন, ধামরাই

বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খানকে শ্রেষ্ঠ মামলা তদন্ত কর্মকর্তা হিসেবে নির্বাচিত করে পুরস্কৃত করা হয়েছে।

আজ বুধবার, ঢাকা পুলিশ লাইনের মিলব্যাক প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান।

এসআই আতাউল মাহমুদ খান ইতোমধ্যে পেশাগত দক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২২ বার বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন। তিনি শুধু ধামরাই থানা নয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানাতেও তাঁর কর্মকুশলতার ছাপ রেখেছেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, "এসআই আতাউল মাহমুদ খানের সততা, কর্মনিষ্ঠা ও দক্ষতা অন্যান্য পুলিশ সদস্যদের জন্য অনুকরণীয়।"

স্থানীয় ও জেলা পর্যায়ে এই স্বীকৃতি ভবিষ্যতে পুলিশের পেশাগত মান উন্নয়নে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও আশা করা হচ্ছে।

২৩৫২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন