সর্বশেষ

জাতীয়প্রচার শুরুর প্রথম আট দিনেই ৪২ সহিংসতা, উদ্বেগে ভোটের মাঠ
১৫ বছরে শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশই বঞ্চিত হয়েছে: তারেক রহমান
টেংরাটিলা বিস্ফোরণ মামলা: ৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ
সারাদেশ১৯ বছর পর আগামীকাল সিরাজগঞ্জে যাচ্ছেন তারেক রহমান
ককটেল আতঙ্কে গোপালগঞ্জে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জ ৭২৪ কয়েদির মধ্যে পোষ্টাল ব্যালটের নিবন্ধন মাত্র ৩৩
শেরপুরে সংঘর্ষ: রাতভর উত্তেজনা, থমথমে দুই উপজেলা, ইউএনও এবং ওসি প্রত্যাহার
আন্তর্জাতিকইরানে শাসন পরিবর্তনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যে’ হামলার পরিকল্পনা ট্রাম্পের
মালয়েশিয়ায় ৫৬ বাংলাদেশিসহ ২১৮ অবৈধ অভিবাসী আটক
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আইন-আদালত

আনাসসহ ৬ শিক্ষার্থী হত্যা: ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৯:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর চানখারপুলে গত বছরের জুলাই-আগস্টে চলমান বৈষম্যবিরোধী আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ৬ জন নিহত হওয়ার ঘটনায় ৮ জনকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

সোমবার (২১ এপ্রিল) ট্রাইব্যুনালে এই মামলার প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদনটি জমা দেওয়া হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, ১৯৫ দিনের তদন্ত শেষে প্রস্তুত হওয়া ৯০ পৃষ্ঠার প্রতিবেদনে আসামি হিসেবে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া মামলার অন্যান্য আসামিদের মধ্যে পলাতক রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আরও কয়েকজন।

তাজুল ইসলাম বলেন, “১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে ঢাকার চানখারপুলে একটি শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলিবর্ষণ করে তাদের হত্যা করা হয়।” নিহতদের মধ্যে রয়েছেন—শাহরিয়ার খান আনাস, শেখ মাহদি হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া শাহরিক।

প্রতিবেদন অনুযায়ী, পলাতক হাবিবুর রহমানসহ অন্য আসামিরা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অথবা তা তত্ত্বাবধান করেন। তারা হত্যাকাণ্ডে অধীনস্থদের নির্দেশনা ও সহায়তা প্রদান করেন এবং অপরাধ সংঘটন রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

প্রসিকিউটর জানান, তদন্তকাজে মোট ৭৯ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ১৯টি ভিডিও ফুটেজ, ১১টি পত্রিকার প্রতিবেদন, ২টি অডিও ক্লিপ, ১১টি বই ও রিপোর্ট এবং ৬টি মৃত্যু সনদ সংযুক্ত রয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হয় এবং এসবের জন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

৩৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন