সর্বশেষ

সারাদেশ

রাণীনগরে মাদক সেবনের দায়ে চারজনকে ছয় মাসের কারাদণ্ড

মামুনুর রশিদ বাবু, নওগাঁ
মামুনুর রশিদ বাবু, নওগাঁ

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৪:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নওগাঁর রাণীনগর উপজেলায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান। অভিযানে সহযোগিতা করেন রাণীনগর থানা পুলিশের একটি দল।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাশিমপুর গ্রামের মৃত শাহাদত আলীর ছেলে হেলাল (৫০), মৃত আবুল হোসেনের ছেলে আসাদুল (৪০), আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও ইয়াকুবের ছেলে হোসেন (৩২)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি মাদক সেবন করছেন। এ তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চারজনকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। মাদক নিয়ন্ত্রণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দিন-রাত যেকোনো সময় অভিযান চালানো হবে বলে জানান তিনি।

দণ্ডপ্রাপ্তদের শনিবার রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন