সর্বশেষ

জাতীয়

কয়েকদিন ফাঁকা থাকার পর ঢাকা আবারও ফিরেছে চিরচেনা রূপে

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদের টানা নয় দিনের ছুটি শেষ করে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী।

এরইমধ্যে খুলেছে অফিস-আদালত, ফলে রাজধানীর সড়কগুলোয় আবার দেখা গেছে কর্মব্যস্ত জনজীবনের সরব উপস্থিতি। পরিচিত যানজটও ফিরে এসেছে নগরীর রাস্তায়।

রবিবার (৬ এপ্রিল) রাজধানীর শ্যামলী, কল্যাণপুর, আগারগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজার এবং বাংলামটর এলাকার সড়ক ঘুরে দেখা যায়, ছুটি শেষে প্রথম কার্যদিবসে রাস্তায় বেড়েছে যানবাহনের চাপ। পাশাপাশি গুগল ম্যাপের তথ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে যানজটের চিত্র স্পষ্ট হয়েছে।

ছুটির সময় রাস্তায় গণপরিবহনের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম, কিন্তু আজ সকাল থেকেই বাসস্ট্যান্ডগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৮টার পর পর্যন্ত গণপরিবহনের সংখ্যা সীমিত থাকায় অনেকেই বাসে জায়গা না পেয়ে ভোগান্তিতে পড়েন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটও তীব্র হতে থাকে।

সকালের দৃশ্যে দেখা গেছে, কর্মজীবীরা বাসস্ট্যান্ডে দীর্ঘসময় দাঁড়িয়ে থেকেছেন। কেউ দাঁড়িয়ে, কেউ বা গেট ঝুলে বাসে ওঠার চেষ্টা করছেন। প্রতিটি বাসেই ছিল যাত্রীর ঠাসাঠাসি ভিড়। পাশাপাশি ব্যক্তিগত গাড়ির সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। ট্রাফিক পুলিশ সদস্যরাও ব্যস্ত সময় পার করেছেন যান চলাচল নিয়ন্ত্রণে।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন