সর্বশেষ

জাতীয়সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা আজ
যথাযোগ্য মর্যাদায় দেশে ফিরল শরিফ ওসমান হাদির মরদেহ
দেশে ফেরার প্রস্তুতি তারেক রহমানের, ট্রাভেল পাস হাতে পেলেন
শহীদ ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে আসছে আজ
পত্রিকা অফিসে হামলায় মির্জা ফখরুলের নিন্দা, দায় সরকারের বলে মন্তব্য
সারাদেশওসমান হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ-ভাঙচুর, অবরোধ ও অগ্নিসংযোগ
আন্তর্জাতিকগাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
খেলাকলম্বিয়া কাপ ফাইনালে ভয়াবহ দাঙ্গা, পুলিশসহ আহত ৫৯
আইন-আদালত

সাতক্ষীরায় বিএনপি পন্থী আইনজীবিদের বিচারক অপসারণের দাবি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১২ মার্চ, ২০২৫ ১:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরায়  বিচারকের অপসারণের দাবি তুলেছেন বিএনপি-পন্থী আইনজীবীরা।

স্বৈরাচারী শেখ হাসিনা দেশের বাইরে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার আনন্দ মিছিলে গুলি করে তিনজনকে হত্যার অভিযোগে সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু হেনা শাকিলের ৭ দিনের রিমান্ডের শুনানি শেষে বিচারক জেল গেটে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন। এ ঘটনার পর বিএনপি-পন্থী আইনজীবীরা বিচারকের অপসারণের দাবি তুলেছেন।

গত সোমবার, মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ রিমান্ডের আবেদন জানান। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে শুনানি শেষে বিচারক মাসুমা আক্তার আসামির একদিনের জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এরপর চিকিৎসক ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তারের নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং বিচারকের অপসারণ দাবি করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে বিচারক আদালত ত্যাগ করেন।

এ মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট, স্বৈরাচারী সরকারের পতনের পর, সাতক্ষীরার প্রতাপনগরে আনন্দ মিছিল চলাকালে, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাকির হোসেনের নেতৃত্বে ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তি মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ ও গুলি চালায়। এ ঘটনায় হাফেজ আনাস বিল্লাহ, আবুল বাশার আদম ও আলম সরদার নিহত হন এবং আরও ৮/৯ জন আহত হন।

নিহত আলম সরদারের বাবার অনুরোধে ১৫ আগস্ট আশাশুনি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় শাকিলকে গ্রেফতার করা হয়। রিমান্ডের শুনানি শেষে আদালত তাকে একদিনের জিজ্ঞাসাবাদের জন্য জেল গেটে পাঠায়।

এ ঘটনার প্রতিবাদে বিএনপি পন্থী আইনজীবীরা মৃত আলম সরদারের বাবা রহিম আলী সরদারের কথার উল্লেখ করে আসামী শাকিলের বিরুদ্ধে আগেও হত্যার অভিযোগের কথা জানান এবং বিচারকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন মন্তব্য করেন, আসামী শাকিলের বিরুদ্ধে বিভিন্ন ধরনে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

সাতক্ষীরা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, শেখ হাসিনার প্রচারের ফলে ছাত্র-জনতার আনন্দ মিছিলে হত্যাকাণ্ড ঘটে। তিনি বিচারকের নির্দেশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং সরকারের শাসকদের বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য রাখেন।

এ বিষয়ে বিচারক মাসুমা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

৩২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন