তৌফিক সুলতান স্যারের ‘জ্ঞানের জগৎ’ বইয়ের মোড়ক উন্মোচন
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নয়ন এবং পরীক্ষাভীতি দূর করতে লেখক ও প্রভাষক তৌফিক সুলতান রচিত দিকনির্দেশনামূলক গ্রন্থ ‘জ্ঞানের জগৎ – World of Knowledge’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
এইচ. কে. বিপুল স্মৃতি হাই স্কুল, দৌলতপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কোচেরচর ইসলামিয়া দাখিল মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর লাইব্রেরিতে সংরক্ষণের জন্য বইটি প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন জনাব মন্জিল স্যার এবং বইয়ের লেখক তৌফিক সুলতান স্যার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থায় অনেক শিক্ষার্থী বেশি পড়াশোনা করেও কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারছে না। পড়া বুঝলেও তা দীর্ঘদিন মনে না থাকা এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলার মতো সমস্যাগুলো দিন দিন বাড়ছে। এসব বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের জন্য কার্যকর সমাধানমুখী বই হিসেবে ‘জ্ঞানের জগৎ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লেখক তৌফিক সুলতান দীর্ঘদিন শিক্ষকতা, গবেষণা ও শিক্ষার্থী পরামর্শদানের অভিজ্ঞতা থেকে বইটি রচনা করেছেন। তিনি মনে করেন, সমস্যার মূল কারণ শিক্ষার্থীদের মেধা নয়; বরং পড়ার পদ্ধতিগত ত্রুটি। তাই বইটিতে ‘বোঝা ও মুখস্থ—দুইয়ের সমন্বয়’ ভিত্তিক একটি কার্যকর শিক্ষাপদ্ধতির কথা তুলে ধরা হয়েছে, যা শেখাকে দীর্ঘস্থায়ী ও ফলপ্রসূ করে।
গ্রন্থটিতে পড়ার কৌশল, স্মৃতিশক্তি বৃদ্ধির উপায়, সময় ব্যবস্থাপনা, মনোযোগ বাড়ানোর পদ্ধতি এবং পরীক্ষার প্রস্তুতির বাস্তব নির্দেশনা সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি স্মৃতির বিজ্ঞান, মনোবিজ্ঞান, মস্তিষ্কের স্বাস্থ্য, গবেষণামুখী চিন্তাভাবনা এবং তথ্য যাচাইয়ের কৌশল নিয়েও বিস্তারিত আলোচনা রয়েছে। ইসলামিক জ্ঞানদর্শনের আলোকে ইলমের গুরুত্ব ও নৈতিকতার বিষয়টিও বইটিতে গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা বইটির প্রশংসা করে বলেন, মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার বাইরে এসে শিক্ষার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে এমন বই সময়ের দাবি। তাদের মতে, এটি শুধু পরীক্ষায় ভালো ফল নয়, বরং চিন্তাশীল ও নৈতিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতেও সহায়ক হবে।
লেখক জানান, ‘জ্ঞানের জগৎ’ কেবল শিক্ষার্থীদের জন্য নয়; শিক্ষক, অভিভাবক ও তরুণ গবেষকদের জন্যও সমানভাবে উপযোগী একটি গ্রন্থ।
সার্বিকভাবে, বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানকে শিক্ষার্থীদের জন্য নতুনভাবে শেখার দিকনির্দেশনা তৈরির একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জ্ঞানভিত্তিক দক্ষতা অর্জন ও পড়াশোনাকে সহজ, আনন্দময় এবং ফলপ্রসূ করতে ‘জ্ঞানের জগৎ – World of Knowledge’ গুরুত্বপূর্ণ সহায়ক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করা হয়।
১০৫ বার পড়া হয়েছে