শিবগঞ্জে বিএনপির আট নেতাকর্মীর জামায়াতে যোগদান
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে বিএনপির আটজন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
নতুন যোগদানকারীদের মধ্যে একজন হিন্দু সম্প্রদায়ের সদস্যও রয়েছেন।
শনিবার বিকেলে ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী তাদের ফুলের মালা পরিয়ে দলে স্বাগত জানান। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলে যোগদানকারীরা হলেন- মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও মো. আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।
পথসভায় বক্তব্যে শ্রী চমৎকার বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও সমাজসেবামূলক কার্যক্রম তাকে আকৃষ্ট করেছে। ন্যায়ভিত্তিক রাজনীতিতে বিশ্বাস রেখেই তিনি দলটিতে যোগ দিয়েছেন।
সভায় ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণিভেদ ছাড়াই সবার অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ কারণেই বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার মানুষ দলে যুক্ত হচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
১০৬ বার পড়া হয়েছে