হিন্দু-মুসলমানের বিভাজন দেশের ক্ষতি করে : ঠাকুরগাঁওয়ে ফখরুল
শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে বলেছেন, দেশের মানুষের মধ্যে হিন্দু-মুসলমান বিভাজন সৃষ্টি করে যে কেউ তা দিয়ে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায়, তার উদ্দেশ্য দেশকে ক্ষতিগ্রস্ত করা।
তিনি বলেন, 'আমরা চাই একটি শান্তিপূর্ণ বাংলাদেশ যেখানে ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। একসাথে এগিয়ে গেলে আমাদের কেউ আটকাতে পারবে না।'
শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা নিমবাড়ী ও আকচা ইউপি (পশ্চিম) এলাকায় পথসভা করে এই মন্তব্য করেন তিনি।
ফখরুল আরও বলেন, 'যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। ভোটের দায়িত্ব আমি কখনো খেয়ানত করব না।'
তিনি ভোটারদের উদ্দেশ্যে জানান, বিএনপি নির্বাচিত হলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মাফ করা হবে। এছাড়া, এনজিও থেকে ধান নেওয়া জনগণের টাকা সরকার দেবে।
ফখরুল বলেন, 'আমি মন্ত্রী থাকাকালীন সময়ে কারো কাছ থেকে এক কাপ চাওও গ্রহণ করিনি। রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের উদাহরণ দিয়ে জানান, এই কার্ডের মাধ্যমে নারীরা ন্যায্য মূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে, চিকিৎসা নিতে ও শিক্ষার সুবিধা পেতে পারবেন। কৃষকরা পাবেন সার, বীজ ও সেচের পানি।
মির্জা ফখরুল বলেন, তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আগামী ১৮ মাসের মধ্যে। তিনি আশ্বাস দেন, এসব প্রতিশ্রুতি শুধু কথা নয়, পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে এগুলো বাস্তবায়ন করা সম্ভব।
তিনি বলেন, 'আমরা হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টানসহ সব সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার।'
১০৬ বার পড়া হয়েছে