সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের বিএনপি প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
বিএনপি প্রতিশ্রুতি রাখার নিশ্চয়তা দিলেন আমিনুল ইসলাম
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনের বিএনপি প্রার্থী আলহাজ আমিনুল ইসলাম জানান, বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিককে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।
শুক্রবার নাচোল সদর ইউপির খেসবা গ্রামে এক সংক্ষিপ্ত সভায় তিনি বলেন, 'সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নীতি। এখানকার কেউ বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না।'
তিনি আরও উল্লেখ করেন, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে এবং দলের ৩১ দফা ঘোষণার মাধ্যমে এ বিষয় স্পষ্টভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আমিনুল ইসলাম বলেন, 'বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং প্রতিশ্রুতি রক্ষা করে। গণমানুষের মার্কা ধানের শীষ।'
শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত প্রার্থী নিজে দলের নেতাকর্মীদের নিয়ে নাচোল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন