জামালপুর সদরে স্বতন্ত্র প্রার্থী মাসুদ ইব্রাহিমকে ফুটবল প্রতীক বরাদ্দ
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর ৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহিমকে ফুটবল প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ ইউসুপ আলী।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে এ বরাদ্দ প্রদান করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, জামালপুর সদর ৫ আসনে মোট ১০ জন সংসদ সদস্য প্রার্থীসহ জেলায় মোট ৩৪ জন প্রার্থী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।
মাসুদ ইব্রাহিম তার বক্তব্যে বলেন, “উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব। জামালপুর সদরের সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত জেলা গড়ে তোলার জন্য আমি বদ্ধপরিকর।’’
তিনি আরও বলেন, জয়ী হলে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়নের রাস্তা, ব্রিজ ও কালভার্ট নির্মাণের পাশাপাশি প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নের কাজ করবেন। এছাড়া অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও বৃদ্ধদের জন্য ভাতা প্রদান, নতুন কলকারখানা স্থাপন, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থা উন্নত করা হবে। নারী অধিকার ও ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতিদের কর্মমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বেকারত্ব দূর করারও পরিকল্পনা রয়েছে।
মাসুদ ইব্রাহিম বলেন, “আমি আশা করি জামালপুর সদরের ভোটাররা দল-মত নির্বিশেষে একটি করে মূল্যবান ভোট দিয়ে আমাকে সমর্থন করবেন।’’ তিনি তৃণমূলের প্রান্তিক মানুষসহ সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ ইউসুপ আলী জানান, ফুটবল প্রতীক বরাদ্দের মাধ্যমে মাসুদ ইব্রাহিম নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণা চালাতে পারবেন।
১২২ বার পড়া হয়েছে