মাগুরা শালিখায় বিএনপি ও যুবদল নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই রাজনৈতিক নেতাকে আটক করা হয়েছে।
অভিযানের সময় তাদের কাছ থেকে পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন শালিখা উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং উপজেলা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি (৪০)। উভয়ই উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আড়পাড়া গ্রামে অভিযান পরিচালিত হয়। ভোর ৬টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় আনা হয়।
অভিযানকালে তাদের হেফাজত থেকে একটি সচল পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, দুইটি বড় দা, একটি রামদা, খাপসহ একটি কমব্যাট নাইফ এবং একটি ফোল্ডিং নাইফ জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের ব্যবহৃত দুটি স্মার্টফোনও আটক করা হয়েছে।
শালিখা থানা জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১০৫ বার পড়া হয়েছে