কক্সবাজারে জমি বিরোধে মামার হাতে ভাগিনা নিহত
বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি, ২০২৬ ৫:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে মামার হাতে খুন হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পিটি স্কুল সংলগ্ন বাঁচামিয়ার ঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নুরুল আমিন মুন্না (২৫)। তিনি কক্সবাজার পৌরসভার সিকদার বাজার এলাকার আব্দুল হকের ছেলে। স্থানীয়ভাবে জানা যায়, মুন্নার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জনশ্রুতি রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে মুন্নার মায়ের অংশের জমি নিয়ে তার নানী নয়না বেগমের সঙ্গে পারিবারিক বিরোধ ও বাকবিতণ্ডা হয়। ওই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না বাঁচামিয়ার ঘোনা এলাকায় গেলে তার ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, হামলায় সরাসরি অংশ নেন মুন্নার মামা হামিদ উল্লাহ, মামাতো ভাই নয়ন, তৌহিদ, মিসবাহ এবং নানী নয়না বেগম। একপর্যায়ে লোহার রড দিয়ে মুন্নার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করছে।
১০৮ বার পড়া হয়েছে